ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া এই প্রথম ৫জি ‘রিপেয়ারেবল’ ফোন আনল। মডেল নকিয়া জি৪২ ৫জি। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে হ্যান্ডসেটটি এসেছে। ফোনটির বিশেষত্ব হচ্ছে ডিভাইসটি নষ্ট হলে মেকানিকের কাছে যেতে হবে না। আপনি ঘরে বসেই নিজেই সারাতে পারবেন।
আইফিক্সইট কোলাবরেশনের ফলে এই রিপেয়ারেবল ফোনটি ইউজারদের খুব সহজেই ক্র্যাক স্ক্রিন, বেন্ট চার্জিং পোর্ট এবং ডিগ্রেডেড ব্যাটারি রিপ্লেস করতে দেবে।
আইফিক্সইট কোম্পানির সঙ্গে যৌথভাবে হ্যান্ডসেটটি বাজারে এনেছে নকিয়া। এর ফলে স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে কিছু পার্টস কাস্টমাররা নিজেরাই রিপ্লেস করে নিতে পারেন।
নকিয়া দাবি করছে, জি৪২ প্রতিষ্ঠানটির প্রথম রিপেয়ারেবল ৫জি ফোন, যাতে একটি ৬৫% রিসাইকলড ব্যাক কভার দেওয়া হয়েছে।
মেরামত করার এই বৈশিষ্ট্যটি বাদ দিলে এই নকিয়া জি৪২ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ৫জি প্রসেসর। মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই ফোনটি, তার একটি হল ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। অপরটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের।
ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং আর একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রেজুলেউশন এইচডি প্লাস মানের। এই ডিসপ্লেটি গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। রয়েছে অত্যন্ত শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা এক নাগাড়ে তিন দিনের জন্য ব্যাকআপ দিতে পারে।