বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার। টেসলাখ্যাত ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের খ্যাতি তুঙ্গে। এবার সেই খ্যাতিতে ভাগ বসাতে চাইছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি থ্রেডস নামে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিল।
থ্রেডস অ্যাপটি বৃহস্পতিবার প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপলের অ্যাপ স্টোরের একটি তালিকায় এর নাম ইতিমধ্যেই দেখা গিয়েছে। এই অ্যাপটির অন্যতম বিশেষত্ব হবে যে এটিতে আপনি আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারদের পাবেন। আর একই সময় ইনস্টাগ্রামের ও থ্রেডস অ্যাপে একই নাম রাখা যাবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
২০২২ সালে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় টুইটার কেনেন ইলন মাস্ক। তারপর থেকে অসংখ্য বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মেটার নতুন থ্রেডস টুইটারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে বিশেষঞ্জদের এক অংশ মনে করছেন। গত সপ্তাহে, টেসলার মালিক মাস্ক টুইটারে নতুন বিধিনিষেধের একটি স্লেট ঘোষণা করেছে। বস্তুত ব্যবহারকারীরা প্রতিদিন দেখতে পারে এমন টুইটের সংখ্যা সীমিত করা হয়েছে।
যদিও বিকল্প মাইক্রোব্লগিং সাইটগুলো যেমন মাস্টোডন এবং ব্লু স্কাই, মাস্কের অধিগ্রহণের পর থেকে ব্যবহারকারীর সংখ্যায় বৃদ্ধি দেখেছে। কেউই টুইটারকে চ্যালেঞ্জ করতে পারেনি৷ কিন্তু ইনস্টাগ্রামের ইতিমধ্যে কয়েক মিলিয়ন রেজিস্টারড ব্যবহারকারী রয়েছে এবং অন্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর সাফল্যের উপর ভিত্তি করে নতুন ফিচার প্রবর্তনের ইতিহাস রয়েছে।
থ্রেডস চালু করা মাস্কের টুইটারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যেখানে সাম্প্রতিক সময় এলন মাস্ক টুইটারের রাজস্ব বাড়ানোর এবং প্ল্যাটফর্মটিকে তার নিজের ইমেজের মতো নতুন আকার দেওয়ার প্রচেষ্টা করার জন্য কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছে।
গত বছরের শেষের দিকে কোম্পানিটি অধিগ্রহণ করার পর, তিনি প্রায় ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রক্ষণশীল ব্যঙ্গাত্মক নিউজ সাইট ব্যাবিলন বি-এর মতো অনেকগুলো নিষিদ্ধ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করেছেন।
প্ল্যাটফর্মে ক্ষতিকারক কন্টেন্ট আসার ভয় বহু বিজ্ঞাপনদাতা উদ্বিগ্ন হয়ে ইতিমধ্যেই টুইটারে খরচ থামিয়ে দিয়েছেন। এমনকি কিছু সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী টুইটারের সক্রিয় ব্যবহারকারীরা সোশ্যাল সাইট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।