গেমিং জগতে কল অব ডিউটির নাম জানে না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি গেমটি প্লেস্টেশনে থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে এ প্লাটফর্মেই থাকছে গেমটি। এ নিয়ে সনির সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে মাইক্রোসফট। ফলে গেমটির ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কেরও অবসান হলো।
অন্যদিকে অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে রেকর্ড মূল্যে কিনে নিতে চাইছে মাইক্রোসফট। এ পদক্ষেপের মাধ্যমে কনসোল নির্মাতার উদ্যোগ গেমটির একচেটিয়া বাজার তৈরি করতে পারে শঙ্কায় বাধ সাধেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। এর পরই এ দীর্ঘমেয়াদি চুক্তির খবর প্রকাশ্যে এল।
মাইক্রোসফট গেমিংয়ের প্রধান নির্বাহী ফিল স্পেন্সার বলেন, ‘কল অব ডিউটিকে প্লেস্টেশনে রাখার লক্ষ্যে একটি বাইন্ডিং অ্যাগ্রিমেন্ট করতে রাজি হয়েছে কোম্পানি দুটি।’ এতে গেমারদের কাছে আরো বেশি বিকল্প থাকবে বলেও জানান তিনি।
সম্ভাব্য এ চুক্তির ইঙ্গিত দেয়ার মাধ্যমে ২০২২ সালের শুরুতে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের ঘোষণা দেয়ার পর থেকে কোম্পানি দুটির মধ্যে দীর্ঘ সময় চলমান লড়াইয়ের অবসান ঘটেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। চুক্তির বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের এ অধিগ্রহণ আটকে দেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এটি এমন এক চুক্তি, যা গোটা বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে দুটি ভাগে ভাগ করেছে।
এ চুক্তি প্রতিযোগিতা কমিয়ে আনতে পারে—এমন যুক্তি দেখানো মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি চুক্তিতে সাময়িক স্থগিতাদেশ চেয়ে ভিন্ন এক আদালতে আবেদন করেছে। বিচারক জ্যাকলিন স্কট করলি বলেন, ‘কোম্পানি দুটি একত্রিত হওয়ার পর প্লেস্টেশন থেকে কল অব ডিউটি গেম সরাবে বা অ্যাক্টিভিশন কনটেন্টের মালিকানা নিয়ে ভিডিও গেইম লাইব্রেরি সাবস্ক্রিপশন ও ক্লাউড গেইমিং বাজারের প্রতিযোগিতা কমিয়ে দেবে এমন দাবির পক্ষে জোরালো কোনো কারণ দেখাতে পারেনি এফটিসি।’
ইউরোপীয় ইউনিয়ন এ চুক্তির পক্ষে সবুজ সংকেত দেখানোর পরপরই এ সিদ্ধান্ত এল। তবে এর বিরুদ্ধে আপিল হয়েছে যুক্তরাজ্যে। প্রাথমিকভাবে অধিগ্রহণ আটকে দেয়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা দ্য কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ) বলছে, চুক্তিটি সম্পূর্ণ ও নির্ভুল উপায়ে বিবেচনা করতে তাদের আরো সময় প্রয়োজন।