অ্যাপলের আইফোন ১৪ সিরিজে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার গ্রাহকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। আইওএস ব্যবহারকারীরা এর সুবিধা পেলেও অ্যান্ড্রয়েডে এ ফিচার সেভাবে ছিল না। প্রথমবারের মতো তাই অ্যান্ড্রয়েড ১৪ সিস্টেমে এ ফিচার যুক্ত করার উদ্যোগ নিয়েছে গুগল।
আপডেটটি চালু হলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চল থেকেও মেসেজ আদান-প্রদান করতে পারবেন। তবে শুধু অপারেটিং সিস্টেম থাকলেই হবে না, ফিচারটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সেটআপও থাকতে হবে। ব্র্যান্ড ভেদে এর ব্যবহার নির্ভর করবে।
এক টুইট বার্তায় টিম পিক্সেল জানায়, এর ডিভাইসে স্যাটেলাইট এসএমএস ফিচার যুক্ত করা হবে।
ডব্লিউসিসিএফ টেকের তথ্যানুযায়ী, প্রাথমিক পর্যায়ে পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এ ফিচারটি আসবে। অক্টোবরে পিক্সেল ৮ ও ৮ প্রো উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তিবিদদের আশা এ দুটি ডিভাইসে হয়তো স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার থাকতে পারে।