ড্রোন দিয়ে পণ্য সরবরাহের উদ্যোগে এক ধাপ এগিয়ে গেল অ্যালফাবেট। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের এ প্যারেন্ট প্রতিষ্ঠানের ডেলিভারি স্টার্টআপ ‘উইং এভিয়েশন’ মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) অনুমোদন পেয়েছে। ফলে ড্রোন দিয়ে পণ্য সরবরাহে বড় একটি বাধা কাটল।
ধারণা করা হচ্ছে, এফএএ সার্টিফিকেট পাওয়ায় যুক্তরাষ্ট্রে শিগগিরই ড্রোনের সাহায্যে বিভিন্ন পণ্য ঘরে পৌঁছে (হোম ডেলিভারি) ব্যবসা শুরু করবে অ্যালফাবেটের উইং এভিয়েশন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দুটি শহরে এ সেবা চালুর করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
তবে গুগলের এক্স ল্যাবের বাইরে এমন একটি প্রকল্প দাঁড় করাতে কয়েক বছর লেগেছে। এ ড্রোন যে আসলেই নিরাপদ ও কার্যকরী, সেটা প্রমাণের জন্য উইং এভিয়েশনকে কয়েক হাজার ফ্লাইট পরিচালনা এবং পণ্য সরবরাহ করে দেখাতে হয়েছে। এসব ফ্লাইটের অধিকাংশই অস্ট্রেলিয়ায় পরিচালনা করা হয়েছে। দেশটির রাজধানী ক্যানবেরায় সম্প্রতি বাণিজ্যিকভাবে কাজ শুরু করেছে উইং। এছাড়া ফিনল্যান্ডসহ বেশ কয়েকটি দেশেও কাজ চলছে।