দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন দুইটি ফোল্ডিং ও ফ্লিপ ফোন আনছে। এগুলো হলো গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং ফ্লিপ ৫। ২৬ জুলাই এক ইভেন্টে হ্যান্ডসেট দুইটি উন্মোচন করবে স্যামসাং। স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ডিভাইসটি দুইটির লঞ্চিং সরাসরি দেখা যাবে।
নীল ও সাদা রঙে গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনটি কেনা যাবে। এতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট জেনারেশন ২ চিপসেট। এতে ৭.৬ ইঞ্চির প্রধান ডিসপ্লে থাকছে। ভেতরে থাকবে ৬.২ ইঞ্চির আরেকটি ডিসপ্লে।
ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে ৫০ মেোপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে। সামনে ও ভেতরের ডিসপ্লেতে একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে।