অ্যানড্রয়েড কিটক্যাট ভার্সনের ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। এখন থেকে এই ফোনে সাপোর্ট দেবে না ডেভেলপার প্রতিষ্ঠানটি। ফলে এসব ফোন চালানো কঠিন হবে।
কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তার কারণ উল্লেখ করে গুগল জানিয়েছে, কিটক্যাট চালিত অ্যাক্টিভ ডিভাইসের সংখ্যাটা ১ শতাংশের অনেক নিচে নেমে গিয়েছে।
১০ বছর আগে ২০১৩ সালে অ্যানড্রয়েড ৪.৪ বা কিটক্যাট এনেছিল গুগল। বহু পুরাতন এই অপারেটিং সিস্টেমটিকেই এবার ছুটি দিতে চলেছে গুগল। এক দশকেরও বেশি সময় পর পুরনো অপারেটিং সিস্টেমের কফিনে শেষ পেরেক পোঁতার সমস্ত রকম বন্দোবস্ত করে ফেলেছে টেক জায়ান্টটি।
গত মাসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ২০২৩ সালের মে মাস পর্যন্ত নতুন এবং পুরনো মিলিয়ে সমস্ত অ্যানড্রয়েড সাপোর্টেড ফোনই গড়পড়তায় সর্বশেষ যে আপডেট পেয়েছিল তা হল অ্যানড্রয়েড ১১। যার কোডনেম রেড ভেলভেট কেক। বেশির ভাগ অ্যানড্রয়েড ব্যবহারকারীর ফোনে এই অপারেটিং সিস্টেমটিই রয়েছে। তবে আশ্চর্যজনক একটি বিষয়ও সেই রিপোর্ট থেকে উঠে এসেছে, তা হল প্রায় ১৫ মিলিয়নেরও বেশি ডিভাইস রয়েছে যেগুলো এখনও অ্যানড্রয়েড কিটক্যাট দ্বারা চালিত।
যদিও অ্যানড্রয়েডের অন্যান্য অপারেটিং ভার্সনগুলোর সঙ্গে তুলনা করলে বিশ্বজুড়ে কিটক্যাট সাপোর্টেড ডিভাইসের সংখ্যা মাত্ ০.৫ শতাংশ। কিন্তু সেই সংখ্যাটাও শূন্যে নামাতে চাইছে গুগর।
সম্প্রতি অ্যানড্রয়েড ডেভেলপার ব্লগে পোস্ট করা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগল প্লে সার্ভিস কিটক্যাট চালিত ফোন সাপোর্ট করবে না।
আপনার কাছেও যদি এমন কোনো ফোন থাকে, যা কিটক্যাট দ্বারা চালিত তাহলে দ্রুত ফোনটিকে বদলে নিন। কেননা, ১ আগস্টের পর থেকে এই গুগল অপারেটিং সিস্টেম দ্বারা চালিত সব ফোনগুলো অকেজো হয়ে যাবে। কিটক্যাট ডিভাইসগুলোর অ্যাপ সাপোর্ট বন্ধ হবে। ফলে , তাতে একাধিক নিরাপত্তাজনিত সমস্যা দেখা যাবে।