প্লেস্টেশন পোর্টেবল প্রকাশ্যে আনতে কাজ করছে সনি। এটি পিএসপি নামেও পরিচিত। তবে জাপানের বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি প্রজেক্ট কিউ নামে এটি উন্মোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ডিভাইসটি প্লেস্টেশন ৫ কনসোল থেকে যেকোনো গেম স্ট্রিমিংয়ের সুবিধা দেবে। নভেম্বরের দিকে নতুন ডিভাইসটি বাজারে প্রবেশ করতে পারে।
ফাঁসকৃত ভিডিওর তথ্যানুযায়ী, প্লেস্টেশন প্রজেক্ট কিউ হয়তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকে মোড়ানো ডিভাইসে অ্যান্ড্রয়েড ওএস দেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।