দুই বছর আগে এয়ারট্যাগ প্রথম প্রকাশ্যে আনে অ্যাপল। এটি মূলত ট্র্যাকিং ডিভাইস বা অবস্থান শনাক্তকরণের জন্য ব্যবহার হয়। আসার পর থেকে প্রযুক্তিবিশারদদের আলোচনার মূলে ছিল ডিভাইসটি। বর্তমানে নতুন গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে, অ্যাপল হয়তো এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে। ২০২৪ সালের শেষ নাগাদ এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
নতুন এয়ারট্যাগ তৈরির বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মূলত বিশ্লেষক মিং চি কুওর তথ্যানুসারে বিষয়টি প্রকাশ্যে এসেছে। অধিকাংশ ক্ষেত্রে কুওর অভ্যন্তরীণ সূত্র সঠিক তথ্য দিলেও এবার অনেকটা অনুমাননির্ভর বলেই ধারণা করা হচ্ছে। কেননা এয়ারট্যাগের জনপ্রিয়তা ও বাজারের ওপর নির্ভর করেই নতুন পণ্য আনা হবে। কিন্তু এখনো এর বিক্রির বিষয়ে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।
কুওর মতে, এয়ারট্যাগের বিক্রি আশানুরূপ হয়েছে। আর এ কারণে এয়ারট্যাগ ২-এর উৎপাদনের বিষয়ে জোর দেয়া যাচ্ছে। যেহেতু এখনো নতুন ডিভাইসের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি, তাই এয়ারট্যাগ ২-তে কী ফিচার থাকবে, কী পরিবর্তন আসবে সে বিষয়েও কোনো কিছু জানা যায়নি। ২০২৪ সালের শেষে নাকি ২০২৫ সালের শুরুতে ডিভাইসটি বাজারে আসবে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।