প্রযুক্তির কল্যাণে এখন গোটা বিশ্ব হাতের মুঠোয়। তাই তো পণ্যের প্রচারের অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম হয়ে উঠেছে সামাজিক মাধ্যমগুলো। ডিজিটাল এই যুগে প্রতিযোগিতায় অন্যদের টেক্কা দিতে অনলাইন মার্কেটিংয়ের বিকল্প নেই।
আর সেই ডিজিটাল মার্কেটিংয়ে বাকিদের চেয়ে এগিয়ে যাওয়ার পথে ছোটবড় প্রতিষ্ঠানগুলোর যোগ্য সঙ্গী হয়ে উঠছে ‘এডথেটা লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটি।
অনলাইন বিজ্ঞাপনে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্যে ভূমিকা রেখে আস্থার প্রতীক হয়ে উঠেছে এডথেটা লিমিটেড।
রূপায়ন গ্রুপ, রাতুল প্রোপার্টিস লিমিটেড, কেআইএ বাংলাদেশ, ফোর্ড বাংলাদেশ, মেঘনা গ্রুপসহ ছোটবড় আরও বেশকয়েকটি প্রতিষ্ঠানের এবং তাদের পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাফল্যের সাথে কাজ করছে এডথেটা লিমিটেড।
এসইও, হোয়াটসঅ্যাপ অটোমেশন, ডিজিটাল ব্রান্ডিং, ডিজিটাল মার্কেটিংসহ অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন ও প্রচারের সকলে সেক্টরে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য এডথেটার রয়েছে একদল সুদক্ষ জনবল। বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ে জন্য বেশ সুনাম রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির সিইও সবুজ সরদার জানান, দেশের লোকাল ব্র্যান্ডগুলোকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে তার প্রতিষ্ঠান। এছাড়া হোয়াটসঅ্যাপ আটোমেশনের মাধ্যমে কিভাবে কম জনবল দিয়ে কাস্টমারদের সেবা দেওয়া যায় সেই কাজটিই করছে এডথেটা লিমিটেড। এছাড়া ফেসবুক-হোয়াটসআ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার সাথে বিজনেস সল্যুশান পার্টনারশিপ থাকায় তাদের জন্য কাজগুলো অন্যদের চেয়ে সহজ বলে জানান প্রতিষ্ঠানটির সিইও।