পেমাইক্রোসফটের বিং ব্রাউজারে ওপেন এআই-এর চ্যাটবট বহু আগেই চালু হয়েছিল। এবার অন্যান্য ব্রাউজারের জন্য চ্যাটবট সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে সাফারি এবং ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।
মাইক্রোসফ্ট সম্প্রতি বিং ব্লগে এক পোস্টে জানিয়েছে, জেনারেটিভ এআই টুলের ছয় মাস উদযাপনেই এই বড় ঘোষণা করেছে মাইক্রোসফট। বিং চ্যাট দাল ডট ই দ্বারা চালিত বিং ইমেজ জেনারেটরের মাধ্যমে ১ বিলিয়ন চ্যাট এবং ৭৫০ মিলিয়ন ছবি প্রক্রিয়াকরণের সুবিধা দিয়েছে।
safariএই এআই পরিষেবাগুলো অ্যাক্সেস করতে ব্যবহারকারীদের আর নির্দিষ্ট কোনও ব্রাউজার ইনস্টল করার প্রয়োজনীয়তা নেই। ডেস্কটপ এবং মোবাইল ইকোসিস্টেম থেকে সমস্ত থার্ড পার্টি ব্রাউজার থেকেই পরিষেবাটি পাওয়া যাবে।
এআই পাওয়ার্ড বিং চ্যাটের জন্য একাধিক নতুন ফিচারও নিয়ে আসা হয়েছে। এখন থেকে বিং চ্যাটে আপনি আরও দীর্ঘক্ষণ চ্যাটের সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি সেই চ্যাট হিস্ট্রিরও অ্যাক্সেস নিতে পারবেন আপনি। তবে এই ফিচার কেবল এজ ব্রাউজ়ারের জন্যই। এছাড়া মাইক্রোসফট একটি ডার্ক মোডও নিয়ে আসছে তার বিং চ্যাট এবং বিং চ্যাট এন্টারপ্রাইজের জন্য।