জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার মুখের কথায় চালানো যাবে। তবে নতুন এই প্রযুক্তিটি ফেসবুকে কিভাবে কাজ করবে তা এখনো বলা হয়নি।
সিএনবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ফেসবুক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (এআই) নিয়ে কাজ করছে। এই এইআই দিয়ে পোর্টাল, অকলাস ও এআর/ভিআর কাজ করা যাবে।
আরো জানা গেছে, এই প্রযুক্তিতে ফেসবুক পোর্টাল ও ভিডিও চ্যাট স্পিকার স্মার্ট ক্যামেরা ও স্মার্ট সাউন্ড ফিচার যুক্ত করা হবে। এর ফলে মুখের কথা দিয়েই পুরো ফেসবুক নিয়ন্ত্রণ করা যাবে।
ফেসবুকের নতুন এই ফিচারটি ব্যবহারের জন্য হেই পোর্টাল বলতে হবে এবং কাকে ডাকতে চান তার নাম বলতে হবে। তাহলে কল থেকে শুরু করে যাবতীয় সব কাজ করতে পারবেন।
ফেসবুক নতুন এই ফিচারটি কবে নাগাদ নিয়ে আসবে তা এখনো জানা যায়নি। খুব শীঘ্রই হয়তো আমরা তা পেয়ে যাবো।