যদি নতুন এই মোবাইলটির ব্যাটারির কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। বর্তমান সময়ে ভারতীয় বাজারে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একাধিক অপশন খোলা রয়েছে। তারা চাইলে নিজের পছন্দমত কোম্পানির স্মার্টফোন কিনতে পারেন বাজার থেকে।
তবে বিশ্ববাজারে এমন কয়েকটি কোম্পানি রয়েছে, যারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর। গ্রাহকদের চাহিদা অনুসারে ফোন নির্মাণ করে বাজারে রপ্তানিজাত করার দিকে বেশি নজর দেয় কোম্পানিগুলি। আর সেই কোম্পানির তালিকার শীর্ষস্থানে রয়েছে চায়না ফোন নির্মাণ কোম্পানি অপো।
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই ফোন নির্মাণ কোম্পানি এবার ক্যামেরা ফোন নিয়ে এলো বিশ্ব বাজারে। ফোনটির ক্যামেরা প্রকাশ্যে আসার পর থেকে স্মার্টফোনপ্রেমীরা দাবি করছেন, DSLR ক্যামেরার চেয়েও উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে অপো-র এই নতুন ফোনটিতে। আসুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, অপো-র নতুন ফোন অপো রেনো ৮ প্রো সম্পর্কে-
যদি আমরা অপো রেনো ৮ প্রো ফোনের ফির্চাসের কথা বলি, সে ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে বাজারে উপলব্ধ রয়েছে। পাশাপাশি যদি দামের কথা বলি, এই ফোনটি বর্তমানে ভারতীয় বাজারে 44,990 টাকায় বিক্রি হচ্ছে। দাম দেখে চমকে যাবেন না, ফোনটিতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আপনার টাকার সঠিক মূল্যায়ন করবে। কোম্পানি তরফ থেকে বলা হচ্ছে যে, ফোনটি আইফোনের সাথে পর্যন্ত প্রতিযোগিতা করতে পারে।
যদি এই সুপার ফোনের ডিসপ্লের কথা বলি, তবে ফোনটিতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের লুক প্রদান করবে। এছাড়া ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেটআপের সাথে দুর্দান্ত সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাথমিক ক্যামেরা হিসেবে 50MP লেন্স, সেকেন্ডারি ক্যামেরা 8MP এবং আল্ট্রা হোয়াইট শ্যুটার হিসেবে 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। যা আপনাকে একটি ডিজিটাল ক্যামেরার মত ঝকঝকে ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি যদি সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে।
যদি নতুন এই মোবাইলটির ব্যাটারির কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করতে সক্ষম। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ফোনটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। যদি শক্তিশালী প্রসেসরের কথা বলি, তবে স্ন্যাপড্রাগন 7 জেনারেল 1 SoC-র মতো শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোন ব্যবহারের সমস্ত সুবিধা প্রদান করবে।