প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতের দিক থেকে চীনের বেজআস বর্তমানে বেশ পরিচিত। বিশ্ববাজারেও কোম্পানিটির ভালো উপস্থিতি রয়েছে। সম্প্রতি সেমি-ইন ইয়ার বাডস উন্মোচন করেছে। এর সঙ্গে এবার নতুন পাওয়ার ব্যাংকও প্রকাশ করেছে কোম্পানিটি।
যেটিতে বিল্ট-ইন কেবল, ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। এতে ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে এবং সরাসরি সেলফোনের পেছনে যুক্ত করা যাবে। নতুন পাওয়ার ব্যাংকটিতে ২০ ওয়াটের টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে বলে দাবি কোম্পানির।
বিল্ট-ইন কেবলটি ইউএসবি-সি ও লাইটনিং ভার্সনে পাওয়া যাবে। ওয়্যারলেস চার্জিংয়ের কথা বলা হলেও রিলিজ পেজের পোস্টে এমন কিছু উল্লেখ করা হয়নি। এর বাজারমূল্য ১৭৯ ইউয়ান বা ২৪ ডলার। আন্তর্জাতিক বাজারে এখনো পণ্যটি বাজারজাত শুরু হয়নি। কবে নাগাদ এটি আনা হবে সে বিষয়েও কোম্পানি কিছু জানায়নি। তবে চীনের বাজারে পাওয়ার ব্যাংকটি কেনা যাবে।