আর কিনতে হবে না অ্যাকশন ক্যামেরা। স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এ৫৮ ৫জি হ্যান্ডসেটেই মিলবে অ্যাকশন ক্যামেরা। কেননা, এই ফোনের ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ফলে এই ফোন দিয়ে স্পোর্টস অ্যাকটিভিটি রেকর্ড করা যাবে।
এই ফোনের বেজ ভার্সন পাওয়া যাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজে। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। ডিভাইসটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। ফোনটিতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।
এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও ডলবি টেকনোলজি যুক্ত স্টেরিও স্পিকার রয়েছে। এই ফোনের ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং একবার চার্জ দিলে দুই দিন পর্যন্ত চালু থাকবে এই ফোন।