আর কয়েকদিন পরই আইফোন ১৫ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। বেশকিছু পরিবর্তনসহ ডিভাইসগুলো বাজারে আসবে। প্রথমবারের মতো স্টেইনলেস স্টিল ফ্রেমের পরিবর্তে টাইটেনিয়াম অ্যালয় ব্যবহার করা হবে।
অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনকারীদের মধ্যে শাওমিও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর অংশ হিসেবে ১৪ সিরিজের ডিভাইসগুলোতেও টাইটেনিয়াম অ্যালয় ফ্রেম থাকতে পারে।
সম্প্রতি দেয়া এক পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাটস্টেশন জানায়, চলতি বছরের শেষ নাগাদ অনেক কোম্পানি সেলফোন তৈরিতে টাইটেনিয়াম অ্যালয় ব্যবহার করবে। এর মধ্যে চীনের অন্যতম কোম্পানি শাওমি এ উপাদান ব্যবহার করবে এবং ১৪ সিরিজেই এর দেখা মিলবে। গত মাসে উইবোতে এ সম্পর্কিত একটি পোস্ট দেয় আইসইউনিভার্স। সেখানে বলা হয়েছিল, শাওমি ১৪ প্রোই হবে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেখানে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেম ব্যবহার করা হবে।
টাইটেনিয়াম অ্যালয় খুবই শক্তিশালী ও হালকা উপাদান। অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে এর ব্যবহার বেশি। এটি ওজনে হালকা হলেও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। যে কারণে স্মার্টফোনে এর ব্যবহারকে স্বাগত জানাচ্ছেন প্রযুক্তিবিশারদরা।
কয়েকদিন আগে টিপস্টার জানান, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চীনের ১১.১১ শপিং ফেস্টিভ্যালের আগেই ১৪ সিরিজ উন্মোচন করতে পারে শাওমি, যা শাওমির নির্ধারিত সময়ের অনেক আগেই। কেননা কোম্পানিটি আগের ভার্সন উন্মোচনের এক বছর পর নতুন সিরিজ বাজারজাতের ঘোষণা দেয়।
টিপস্টারের মতে, ১৩ সিরিজের চাহিদা ও বিক্রি বেশি হওয়ায় কোম্পানি নতুন ভার্সন দ্রুত বাজারজাতে কাজ করছে। ২০২২ সালের ডিসেম্বরে ১৩ সিরিজ প্রকাশ করে কোম্পানিটি।