চারদিকে চলছে উন্মাদনা। হলে উপচে পড়ছে মানুষের ঢেউ। জাওয়ান সিনেমা নিয়ে উচ্ছ্বাসিত বিশ্বব্যাপী অগণিত দর্শক। প্রিয় শাহরুখ খান বড় পর্দায় এসেছেন নিজের সেরাটা নিয়ে। সিনেমায় ভিন্ন কয়েকটি রূপে দেখা গেছে কিং খানকে। দর্শকদের অনেকে তাই মুখে ব্যান্ডেজ বেঁধে তার লুক কপি করে যাচ্ছেন সিনেমা হলে। এবার জাওয়ান ঝড়ে গা ভাসালো সার্চ ইঞ্জিন গুগলও।
শাহরুখভক্তরা গুগলে গিয়ে ইংরেজিতে ‘Jawan’ লিখে সার্চ দিলেই অবাক হবেন। কেননা গুগলে সার্চ করার পরই এ সিনেমার নতুন উপস্থাপন দেখা যাবে স্ক্রিনে। জাওয়ান নিয়ে স্পেশাল ডুডল করেছে গুগল।
আপনি যদি ‘জওয়ান’ সিনেমার স্পেশাল ডুডলটি দেখতে চান তবে গুগলের হোম পেজে গিয়ে ইংরেজিতে ‘Jawan’ বা ‘SRK’ টাইপ করুন। এরপরই দেখবেন, স্ক্রিনের নিচে উঠেছে একটি ওয়াকিটকির আইকন। তাতে ক্লিক করুন আর উপভোগ করুন শাহরুখের ‘জওয়ান’ সিনেমার উৎসবের আমেজ।
ওয়াকিটকিতে ক্লিক করলেই স্কিনের দু পাশ ঢেকে যাবে ব্যান্ডেজে। এরপরই ভক্তরা শুনতে পারবেন শাহরুখের কণ্ঠে ‘রেডি’ শব্দ। ওয়াকিটকি যতবার ক্লিক করবেন, ব্যান্ডেজের পরিমাণ তত বাড়তে থাকবে।
গুগলের এই স্পেশাল ডুডল এরই মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অভিনব এই আয়োজনের জন্য এরই মধ্যে শাহরুখ খান ধন্যবাদ জানিয়েছেন গুগল ইন্ডিয়াকে।