স্মার্টফোনকে ঘিরে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। এই উন্মাদনার জন্য উঠে আসছে একের পর এক নতুন নতুন স্মার্টফোন কোম্পানি। শীর্ষ স্মার্টফোন নির্মাতা কোম্পানি হওয়ার দৌঁড়ে বেশ শক্ত অবস্থানে আছে হুয়াওয়ে। ২০১৯ প্রথম প্রান্তিকে বাজারে ৫৯ দশমিক ৯১ মিলিয়ন ফোন সরবরাহ করে তারা অ্যাপলকে পেছনে ফেলেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)। প্রতিষ্ঠানটির ইয়ার টু ইয়ার গ্রোথ ছিল ৫০ শতাংশ । যেখানে বিশ্ব বাজারে মোবাইল ফোন সরবাহ কমেছে ৫ শতাংশ ।
কাউন্টার পয়েন্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানি
তালিকার প্রথমেই আছে স্যামসাং। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হলো এই দক্ষিণ কোরিয়ান কোম্পানি। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট মার্কেট শেয়ার ছিল ২২% । চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ১ শতাংশ কমে ২১ শতাংশ হয়েছে । প্রতিষ্ঠানটির ইয়ার টু ইয়ার গ্রোথ কমেছে ৮ শতাংশ ।
চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে। এ বছরে কোম্পানিটির গ্রোথ গত বছরের তুলনায় ৫০% বেড়েছে। সারা বিশ্বে এর মোট মার্কেট শেয়ার এই মুহূর্তে ১৭%। যা গত বছর একই সময় ছিল ১১ শতাংশ ।
গত বছরের থেকে ২% মার্কেট শেয়ার কমার পর ও তৃতীয় স্থানে আছে আইফোন কোম্পানি অ্যাপল। বিশ্বে এই কোম্পনির মোট মার্কেট শেয়ার এই মুহূর্তে ১২%। প্রতিষ্ঠানটির ইয়ার টু ইয়ার গ্রোথ কমেছে ২০ শতাংশ ।
তালিকার ৪র্থ স্থানে আছে শাওমি । ২০১৯ প্রথম প্রান্তিকে বিশ্বে শাওমির এই মুহূর্তে মার্কেট শেয়ার ৮%। যা গত বছর একই সময় ছিল ৮ শতাংশ । প্রতিষ্ঠানটির ইয়ার টু ইয়ার গ্রোথ কমেছে ১ শতাংশ ।
৮% মার্কেট শেয়ার নিয়ে পঞ্চম স্থান দখল করেছে চীনা স্মার্টফোন কোম্পানি অপো। গত বছরের থেকে ১ শতাংশ মার্কেট শেয়ার বেডেছে কোম্পানিটি । এ বছরে কোম্পানিটির গ্রোথ গত বছরের তুলনায় ১০% বেড়েছে।