শিশুদের তথ্য ঠিকঠাকমতো গোপন রাখতে না পারার অভিযোগে এবার টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এই জরিমানা করার সময় বলা হয়, এই চীনা প্রতিষ্ঠানটি ইইউর গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে।
আয়ারল্যান্ডস ডেটা প্রটেকশন কমিশনারের (ডিপিসি) এক বিবৃতিতে বলা হয়, চীনা শর্ট ভিডিও অ্যাপটি তরুণ-তরুণীদের কাছে এখন বেশ জনপ্রিয়। কিন্তু ২০২০ সালের ৩১ জুলাই থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি ইইউর গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। এ কারণে জরিমানা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর মধ্য দিয়ে এই প্রথম বাইটড্যান্সের অ্যাপ টিকটককে জরিমানা করল ডিপিসি। তবে এই জরিমানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টিকটকের এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, এই সিদ্ধান্তে তারা একমত নয়। বিশেষ করে জরিমানার পরিমাণ নিয়ে।
তবে ডিপিসি বলছে, ২০২০ সালে ১৬ বছরের কমবয়সীদের অ্যাকাউন্টের তথ্যের ব্যাপারে আইন মেনে চলেনি টিকটক। এসব তথ্য শিশুদের কিনা, সেটি নিশ্চিত করেনি। এমনকি এদের তথ্য সবার দেখার সুযোগ করে রেখেছিল, যা নিশ্চিতভাবেই আইনের লঙ্ঘন। এমনকি অভিভাবকদের কাছে তথ্য শেয়ারের বিষয়টি আমলে নেয়নি টিকটক।
২০২০ সালে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার নতুন করে সাজানোর পরিকল্পনা করে টিকটক। এর পর ২০২১ সালের জানুয়ারি মাসে ১৬ বছরের কমবয়সীদের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেওয়া হয়।