যুক্তরাষ্ট্রের ওরিগনে প্রথম কারখানা স্থাপন করতে যাচ্ছে বাইপেডাল রোবট ডিজিটের নির্মাতা কোম্পানি অ্যাজিলিটি রোবোটিকস। এর মাধ্যমে বছরে ১০ হাজারের বেশি হিউমানয়েড রোবট তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে অ্যাজিলিটি। ৭০ হাজার স্কয়ারফিটের কারখানাটি রোবোফ্যাব নামে স্থাপিত হবে।
চলতি বছরের শেষ নাগাদ এর কার্যক্রম শুরু হবে এবং সালেমে ৫০০-এর বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কারখানায় কোম্পানির হয়ে কাজ করবে ডিজিট রোবট।
২০২৪ সালের দিকে প্রথম ব্যাচে উৎপাদিত ডিজিট গ্রাহকদের সরবরাহ করা হবে বলে সূত্রে জানা গেছে।