চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি কম দামের স্মার্টফোন আনল। মডেল শাওমি রেডমি ১৩সি। বাজেটফ্রেন্ডলি এই ফোনের বেজ ভার্সন ৪ জিবি র্যামের। সঙ্গে থাকছে ৬৪ জিবি স্টোরেজ। যার দাম ১০ হাজার টাকারও নিচে। এছাড়াও ৬ ও জিবি র্যাম ভার্সনেও হ্যান্ডসেটটি কেনা যাবে।
শাওমি রেডমি ১৩সি মডেলের ফোনটির ডিসপ্লেতে দেওয়া হচ্ছে একটি ওয়াটার-ড্রপ স্টাইল নচ। পাশাপাশি স্ক্রিনটিতে থাকছে পাতলা বেজেলও। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
নীল, কালো এবং সবুজ এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। দুই প্রান্তে রয়েছে পাতলা বেজেল। হ্যান্ডসেটটিতে এখন সেন্ট্রালি প্লেস করা ওয়াটারড্রপ-স্টাইল নচ দেওয়া হয়েছে। আর সেখানেই রয়েছে সেলফি ক্যামেরার ঘর।
রেডমি ১৩সি ফোনটির পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ক্যামেরার সেন্সরগুলো সাজানো হয়েছে রেক্ট্যাঙ্গুলার আকারে, যা রয়েছে আপার লেফট কর্নারে। ক্যামেরা আইল্যান্ডের পাশে যে টেক্সট রয়েছে, সেখান থেকে ইঙ্গিত মিলেছে ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর।
এছাড়া ভলিউম রকার্স ও পাওয়ার বাটন প্লেস করা হয়েছে ফোনের এক্কেবারে ডান দিকের প্রান্তে।