অডিও পণ্যের জন্য বিশ্বে সেনহাইজার পরিচিত। সম্প্রতি অ্যাসেন্টাম নামের নতুন ওয়্যারলেস হেডফোন উন্মোচন করেছে কোম্পানিটি।
সেনহাইজারের দাবি নতুন হেডফোনটি আগের ফ্ল্যাগশিপ মোমেন্টাম ৪-এর অনুরূপ। দেখতে একরকম হলেও খরচ কমানোর জন্য কোম্পানি নতুন ওয়্যারলেস হেডফোন তৈরিতে কিছু উদ্যোগ নিয়েছে। হেডফোনটি শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি। গান শোনাসহ অডিও কলে যুক্ত হওয়ার মতো বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণে বাম পাশে আলাদা চারটি বাটন দেয়া হয়েছে।
অ্যাসেন্টামে ৩৭ মিলিমিটারের ডায়নামিক ট্রান্সডিউসারস ড্রাইভার ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি এটি ব্যবহারকারীদের উন্নত অডিও অভিজ্ঞতা দেবে। এছাড়া এতে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচার দেয়া হয়েছে।
সেই সঙ্গে অডিও কলের সময় বাতাসের প্রভাব থেকে সুরক্ষা দিতে উইন্ড-রিডাকশন মোডও রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে হেডফোনে ব্লুটুথ ভার্সন ৫.২ দেয়া হয়েছে।
সেনহাইজার জানায়, অ্যাসেন্টাম ওয়্যারলেস হেডফোনটি একবারের চার্জে ৫০ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম এবং এতে কুইক চার্জিং ফিচারও রয়েছে। কালো ও সাদা রঙে নতুন হেডফোনটি কিনতে ব্যয় হবে ১৭৯ ডলার ৯৯ সেন্ট।