ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন মাস্ক ২০০৮ সালে তাদের বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে একটি প্রবন্ধ লিখেছিলেন। পাঁচ সন্তানের মা জাস্টিনের লেখা প্রবন্ধটি ২০১০ সালে ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনে প্রকাশিত হয়। ইলন মাস্কের সঙ্গে বিয়ে এবং কীভাবে সম্পর্ক তিক্ততায় রূপ নেয় তার বর্ণনা রয়েছে লেখায়। এই সপ্তাহে মাস্কের আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনায় প্রবন্ধটি।
বিয়ের রাতেই ইলন মাস্ক আধিপত্য প্রকাশ করেছিলেন উল্লেখ করে প্রবন্ধে জাস্টিন লিখেছেন, ‘বিয়ের রিসেপশনে যখন দুজন নাচছিলাম, তখন ইলন বলে, আমি এই সম্পর্কের আলফা।’
ইলন সম্পর্কে জাস্টিন জানান, দক্ষিণ আফ্রিকার পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে বেড়ে উঠেছে ইলন। প্রতিদ্বন্দ্বিতা এবং আধিপত্য বিস্তার করার ইচ্ছা তাঁকে ব্যবসায় এতটা সফল করে তুলেছিল যে তিনি বাড়িতে এসেও একই আচরণ করতেন।
জাস্টিন লিখেছেন,‘আমাদের দুজনের আর্থিক অবস্থায় ভারসাম্যহীনতা ছিল। ইলন আমার অযোগ্যতা খুঁজে বের করত। বারবার বলতাম, আমি তোমার স্ত্রী, কর্মচারী নই। পাল্টা জবাবে ইলন বলত, তুমি যদি আমার কর্মচারী হতে, তবে আমি তোমাকে চাকরিচ্যুত করতাম।’
ইলন ও জাস্টিনের সম্পর্কের অবনতি হতে শুরু করে তাদের প্রথম সন্তান নেভাদার মৃত্যুর পর। এরপর যমজ ও তিন সন্তানের জন্ম দেন জাস্টিন। তবে নেভাদার মৃত্যু পর থেকে শুরু হওয়া বিষণ্ণতা বছরের পর বছর ভোগায় তাঁকে। ২০০৮ সালের সেপ্টেম্বরে মাস্ক দম্পতির বিচ্ছেদ হয়।