প্রযুক্তিজগতে বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে। যেগুলোর মধ্যে চাহিদা ও পছন্দের শীর্ষে গুগল। ব্যবহারের দিক থেকেও এগিয়ে এটি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপল নির্মিত ডিভাইসেও সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহৃত হয়ে থাকে। তবে শিগগিরই এ অবস্থান থেকে সরে আসতে পারে কুপারটিনোভিত্তিক এ প্রযুক্তি জায়ান্ট।
নিজস্ব ডিভাইসে থার্ড পার্টি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে অ্যাপল বরাবরই অনাগ্রহী। পারতপক্ষে ডিভাইসে গুগলের পরিবর্তে নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহারে কাজও করছে অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, কয়েক বছর ধরে সার্চ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি। তবে এক্ষেত্রে সফল হতে হলে কোম্পানিটিকে আরো সময় ব্যয় করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তিবিশারদদের মতে, অ্যাপল যদি কোনোভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন চালু করতে পারে তাহলে গুগলের তুলনায় আরো ভালো সমাধান দিতে সমর্থ হবে প্রতিষ্ঠানটি।