কর দিতে চালু হলো শাপলা ট্যাক্স নামের একটি অ্যাপ। এই ডিজিটাল ট্যাক্স-ফাইলিং অ্যাপ করদাতাদের সহায়তা করবে। ১৮ অক্টোবর ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অ্যাপটি উদ্বোধন করা হয়।
শাপলা ট্যাক্স ইতিমধ্যেই অনলাইনে কর প্রদানের একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। ১০০০ জনেরও বেশি গ্রাহক গতবছর শাপলা ট্যাক্সের মাধ্যমে কর দিয়েছিলেন।
অ্যাপটিতে রয়েছে ফ্রি ট্যাক্স ক্যালকুলেটর। এটি তাৎক্ষণিক করের হিসাব দিতে পারে এবং গ্রাহকের কর দেয়ার প্রক্রিয়াটিকে সহজ করে তোলে।
এই অ্যাপ তিনটি সহজ ধাপে ট্যাক্স ফাইলিংয়ের কাজ করবে, যা ব্যবহারকারীকে সর্বোচ্চ ডেটা সুরক্ষার নিশ্চয়তা দিবে। অ্যাপটির অন্যতম বিশেষত্ব হলো, এটি আইটিপির সার্টিফিকেট প্রাপ্ত পেশাদারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করবে। প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের নির্দেশনা ও পরামর্শে পরিচালিত হবে।
অ্যাপটি অডিটিং স্ট্যান্ডার্ডস বোর্ড অব দ্যা আমেরিকান ইন্সটিটিউট (এআইসিপিএ) এবং গুগল ক্লাউডের সঙ্গে একত্রিত হয়ে আন্তর্জাতিক মান অক্ষুন্ন রাখছে। সেই সঙ্গে গ্রাহকের নিরাপত্তা প্রোফাইলকে আরো শক্তিশালী করছে।
টিআরপি হিসেবে শাপলা ট্যাক্স আইটিপি ও করদাতাদের মধ্যে একটি সেতুবন্ধনের মতো কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সার্টিফাইড আয়কর অনুশীলনকারীর সঙ্গে একত্রে কাজ করবে। দক্ষতার সঙ্গে কর গণনা করার পাশাপাশি আয়কর প্রদানকারীদের জন্য সকল ট্যাক্স সার্ভিস নিশ্চিত করবে।
এই উদ্যোগটি কেবল ব্যক্তিগত কর কিংবা আইটিপি-র জন্য কর প্রদানকেই উৎসাহিত করবে না বরং সকলের কর প্রদান নিশ্চিত করার যে লক্ষ্য বাংলাদেশ সরকারের রয়েছে তাও ত্বরান্বিত করবে।
শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও তাসনিম মোর্তোজা এ বিষয়ে বলেন, অ্যাপটি উন্মুক্ত করতে পারে আমরা খুবই আনন্দিত। আমাদের এই অ্যাপ কর ব্যবস্থাপনার প্রক্রিয়াকে সবার জন্য সহজ করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের, এই অ্যাপের মাধ্যমে তা নিশ্চিত হবে ।