বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেট
নিজেদের অধীনে থাকা অ্যাপলে বিশাল অংশের শেয়ার রেখেই দিচ্ছে বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে, এ কথা বলেছেন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রধান ওয়ারেন বাফেট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে বাফেট বৃহস্পতিবার বলেন, “আমরা আমাদের হাতে থাকা শেয়ার (অ্যাপলের) বদলাইনি।” যুক্তরাষ্ট্রের ওমাহাতে শেয়ারধারীদের সঙ্গে বার্ষিক বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
চলতি বছর অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে ৩২ শতাংশেরও বেশি। গেল সপ্তাহে প্রতিষ্ঠানটি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি প্রত্যাশার চাইতেও বেশি আয় করেছে।
“আমি তাদের এই প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট”, কখনোই একটি প্রান্তিকের উপর ভিত্তি করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়া বাফেট এ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, “তারা যা বলেছে আর প্রকাশ করেছে তা-ই হচ্ছে অ্যাপলে আমাদের পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি শেয়ার থাকার কারণ।”
বার্কশায়ার মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শেয়ারও কিনছে বলে জানিয়েছেন বাফেট।