চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু নিজেদের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের নতুন সংস্করণ, আর্নি ৪.০ উন্মোচন করেছে। এর কার্যক্ষমতা চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের মতো। সিইও রবিন লি বেইজিং-এ একটি ইভেন্টে আর্নি ৪.০ উন্মোচন করেন।
উন্মোচন অনুষ্ঠানে তিনি মডেলের স্মৃতিশক্তির ধরন এবং এটি কীভাবে রিয়েল-টাইমে একটি মার্শাল আর্ট উপন্যাস লিখতে পারে তার নমুনা দেখানো হয়। এছাড়া আর্নি ৪.০-এর মাধ্যমে বিজ্ঞাপনের পোস্টার ও ভিডিও তৈরি করেও দেখানো হয় অনুষ্ঠানে।
ইন্ডাস্ট্রি কনসালট্যান্সি আইডিসির (ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন কনসালট্যান্সি) বিশ্লেষক লু ইয়ানজিয়া বলেন, ‘প্রযুক্তি বিশ্লেষকরা মডেলটি তেমন পছন্দ করেনি। পূর্ববর্তী সংস্করণের তুলনায় এটিতে নজরকাড়া ফিচারের অভাব ছিল বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।’
লু আরো জানান, আর্নি ৪.০ প্র্যাকটিক্যাল ব্যবহার করার পর আমাদের উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারব, তবে এখনি কোনো আপগ্রেড পরিকল্পনা নেই।
লু জানান, ইভেন্টের অন্যান্য মূল ঘোষণার মধ্যে রয়েছে বাইদু ড্রাইভ ও বাইদু ম্যাপসসহ তার সব পণ্যজুড়ে জেনারেটিভ এআইকে যুক্তকরণ প্রযুক্তি।
লি দেখিয়েছেন কীভাবে বাইদু ম্যাপ এখন ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর বের করতে আর্নির ব্যবহার সংযুক্ত করেছে। চীনের বৃহত্তম ইন্টারনেট সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান বাইদু গত বছর চ্যাটজিপিটির মতো এআই মডেল তৈরিতে কাজ শুরু করে।
বাইদুর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং হাইফেং ইভেন্ট চলাকালীন জানান, ফার্মটি মার্চে আর্নির চালিত একটি চ্যাটবট চালু করেছিল। যার নাম ছিল আর্নিবোট। চলতি বছরের আগস্টে বাইদু এআই পণ্য জনসম্মুখে প্রকাশের জন্য সরকারি অনুমোদন পায়। জনসাধারণের ব্যবহারের জন্য খোলার পর থেকে আর্নির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।