খাস আইফোনের ১৫ সিরিজের গোল্ড মডেল। একেবারে খাঁটি সোনায় মোড়া ফোন। ভারত-প্যাক ম্যাচে হারিয়ে গিয়েছে উর্বশী রাউতেলার ২৪ ক্যারেটের সোনার আইফোনটি, এমনটাই অভিযোগ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আমদাবাদ পুলিশকে ট্যাগ করে থানায় অভিযোগও করেছিলেন। এণনকী ফোন খুঁজে দিলে পুরস্কার দেওয়া হবে, এমন ঘোষণাও করেন অভিনেত্রী।
যে ফোনের জন্য তিনি মরিয়া সেটা যে সে ফোন নয়। খাস আইফোনের ১৫ সিরিজের গোল্ড মডেল। একেবারে খাঁটি সোনায় মোড়া ফোন। ২৪ ক্যারেট সোনার মডেলও আছে, আবার ১৮ ক্যারেট গোল্ড আইফোনও আছে। পকেট বুঝে কিনে নিলেই হল।
অ্যাপেল আগেই ঘোষণা করেছিল তারা সোনার আইফোন আনছে। তবে তখন সেটা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু বাস্তবেই ২৪ ক্যারেট গোল্ড আইফোন বাজারে নিয়ে এসেছে অ্যাপেল। আইফোন ১৫ সিরিজের ১৫ প্রো-মডেল খাঁটি ২৪ ক্যারেট সোনার।
দুবাইয়ের সংস্থা ক্যাভিয়ার এই আইফোনের ব্র্যান্ডিং করছে। গোল্ড মডেলের ফিচার যত বেশি এবং সোনার চমক যত চোখ ধাঁধানো, তার দামও ততটাই বেশি।
ভারতে ১৫ প্রো আলট্রা গোল্ডের দাম শুরু ৭ লাখ ৩৮ হাজার থেকে ৮ লাখ ২১ হাজার অবধি। আইফোন ১৫ প্রো ম্যাক্স আলট্রা গোল্ডের দাম শুরুই হচ্ছে ৮ লাখ থেকে। সবচেয়ে ভাল মডেলের দাম ১০ লাখ।