স্মার্টফোনে ভাইরাস ছড়াতে সক্ষম ১৬টি অ্যাপের সন্ধান পেয়েছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ড. ওয়েব। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিভিন্ন সুবিধা ব্যবহারের প্রলোভন দেখানো অ্যাপগুলো নামালেই ব্যবহারকারীদের ফোনে জোকার, ফেকঅ্যাপ ও হিডেনঅ্যাডস ট্রোজান ভাইরাস প্রবেশ করে।
গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ২০ লাখের বেশিবার নামানো হয়েছে অ্যাপগুলো। এর ফলে অনেক ব্যবহারকারীই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।
ভাইরাস ছড়ানোর অভিযোগে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
ড. ওয়েবের তথ্যমতে, ক্ষতিকর ১৬টি অ্যাপের মধ্যে সবচেয়ে বেশিবার নামানো হয়েছে ‘সুপার স্কিবিডি কিলার’। ১০ লাখের বেশিবার নামানো হয়েছে অ্যাপটি। এরপরই রয়েছে ‘এজেন্ট শুটার’ ও ‘রাবার পাঞ্চ থ্রিডি’। দুটি অ্যাপই প্রায় পাঁচ লাখবার করে নামানো হয়েছে। অন্য অ্যাপগুলো হলো রেইনবো স্ট্রেচ, ইন্টারনাল মেজ, কাউবয়েজ ফ্রন্টিয়ার, ইনচ্যান্টেড ইলিক্সির, ফায়ার ফ্রুটস, জাঙ্গল জুয়েলস, স্টিলার সিক্রেটস, গ্যাজইনডো ইকোনমিক, ফিন্যান্সিয়াল ফিউশন, ফিন্যান্সিয়াল ভল্ট, মানিমেন্টর, লাভ ইমোজি মেসেঞ্জার ও বিউটি ওয়ালপেপার এইচডি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।