মুলাদীতে কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া নগদের ব্যাংকিং কর্মকর্তা লিমন খানকে রোববার রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের আবদুল মান্নান খানের ছেলে। লিমন খান ২ বছরের বেশি সময় ধরে হিজলা, মুলাদী, কাজিরহাট থানা এলাকায় মোবাইল ব্যাংকিং নগদের ব্যবস্থাপক ছিলেন।
২০ আগস্ট নগদের পরিবেশক জিহাদ দেওয়ানের ১ কোটি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যান লিমন খান। ওই ঘটনায় ২২ আগস্ট লিমন খান, তার স্ত্রী, বাবা-মা, শ্যালকসহ ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন জিহাদ দেওয়ান। পরে
রোববার রাতে বাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, আসামি লিমন খানকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনো টাকা উদ্ধার করা যায়নি।