ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের বন্ধু বা অনুসরণকারীর সংখ্যা কম থাকলেও ভার্চ্যুয়াল বন্ধু তৈরি করে তাঁর সঙ্গে বার্তা আদান-প্রদান করা যাবে। শুধু তা–ই নয়, ভার্চ্যুয়াল বন্ধুর কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শও নিতে পারবেন তাঁরা। নতুন এ সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসুবিধার ‘এআই ফ্রেন্ড’ নামের টুল চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
সম্প্রতি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) ইনস্টাগ্রামের এক প্রোগ্রামার জানিয়েছেন, ইনস্টাগ্রামের এই ভার্চ্যুয়াল বন্ধুকে যেকোনো বিষয়ে প্রশ্ন করা যাবে। এমনকি যেকোনো বিষয়ে উপদেশ বা পরামর্শও নেওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজের ইচ্ছেমতো ভার্চ্যুয়াল বন্ধুর বয়স, লিঙ্গ, কথা বলার ধরন নির্বাচন করতে পারবেন। চাইলে ভার্চ্যুয়াল বন্ধুর নামও দিতে পারবেন তাঁরা।
সম্প্রতি স্ন্যাপচ্যাটও ভার্চ্যুয়াল বন্ধুর আদলে ‘মাই এআই’ নামের একটি সুবিধা চালু করেছে। কিন্তু শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তাসুবিধার টুলটির বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। তাঁদের অভিযোগ, টুলটি বিভিন্ন বিষয়ে ভালো উপদেশ দেওয়ার পাশাপাশি শিশুদেরও বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। আর তাই ইনস্টাগ্রামের ভার্চ্যুয়াল বন্ধুর কার্যক্রম নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
ইনস্টাগ্রামের এই ভার্চ্যুয়াল বন্ধু তৈরির জন্য চ্যাটজিপিটি নাকি বার্ড চ্যাটবট ব্যবহার করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এমনকি নতুন এই টুল কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।