অপোর প্রিমিয়াম ফোন রেনো ৮টি। এই ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। মাল্টি টাস্কিংয়ের জন্য আদর্শ ডিভাইস এটি। অপো রেনো ৮টি মডেলের ফোনটি পাওয়া যাবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাকের দুইটি রঙে কিনতে পারবেন।
অপো রেনো ৮টি মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে। অপো রেনো ৮টি মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনে আপনি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবেন।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ ভার্সনে। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটি ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৬৭ ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
অপোর এই ফোনের পেছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের জুম সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।