গুগল ক্যালেন্ডারের মাধ্যমে সাইবার আক্রমণের চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। সম্প্রতি গুগল প্রকাশিত তৃতীয় প্রান্তিকের থ্রেট হরিজনস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গিটহাবে হ্যাকাররা কনসেপ্ট কোড শেয়ার করে আসছে। যেটিকে গুগল ক্যালেন্ডার আরএটি (জিসিআর) নাম দেয়া হয়েছে। এর মাধ্যমে হ্যাকাররা গুগল ক্যালেন্ডারের ভেতর কমান্ড ও কনট্রোল অবকাঠামো তৈরি করতে পারে। মিস্টার সাইঘনাল ছদ্মনামে একজন এ স্ক্রিপ্ট তৈরি করেছে। তার দাবি গুগল ক্যালেন্ডারে থাকা ইভেন্টের বিস্তারিত তথ্যের সাহায্যে কভার্ট চ্যানেল তৈরি করা সম্ভব। এটি হ্যাকারদের গুগল ক্যালেন্ডারের ইভেন্টে কমান্ড যুক্ত করার সুবিধা দেয়।
গুগলের তথ্যানুযায়ী, যেসব ডিভাইসে জিসিআর আছে সেটি প্রতিনিয়ত আপডেট কমান্ডের সন্ধানে ক্যালেন্ডারের ইভেন্ট স্ক্যান করবে। গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ হ্যাক করার পদ্ধতির বিষয়ে প্রথম জানতে পেরেছে।