ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গুগল ড্রাইভ। ফাইল ডাউনলোড, শেয়ারের মতো প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। তবে অনেক সময় ডিভাইস ইন্টারনেট সেবার আওতায় থাকে না। গুগলের অফলাইন মোড ব্যবহার করে তখন প্রয়োজনীয় ফাইলগুলো ব্যবহার করা যাবে।
কম্পিউটারে যেভাবে ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করবেন
১. গুগল ড্রাইভ ওয়েবসাইটে যান
২. ডান পাশের উপরের গিয়ার আইকোনে ক্লিক করুন।
৩. সেটিংস অপশনটি নির্বাচন করুন।
৪. অফলাইন অপশনের নিচে বক্সটিতে টিক চিহ্ন দিন
৫. পরিবর্তনটি সেভ করুন।
অফলাইন মোড মোবাইল ডিভাইসে যেভাবে ব্যবহার করবেন
১. গুগল ড্রাইভ অ্যাপ চালু করুন
২. ডান পাশের উপরের কোনার তিনটি ডটে ক্লিক করুন।
৩. এরপর সেটিংসে ট্যাপ করতে হবে।
৪. অফলাইন অ্যাকসেসের টগল বাটন চালু করুন
অফলাইন অ্যাকসেস চালু করা হলে গুগল ডকস, শীটস ও স্লাইডের ফাইলগুলো খোলা ও এডিট করা যাবে। তবে যেসব ফাইলগুলো সম্প্রতি খোলা হয়নি সেগুলো দেখা যাবে না।
গুগল ড্রাইভ ফাইল অফলাইনে যেভাবে খুলবেন
১. গুগল ড্রাইভ অ্যাপ বা ওয়েবসাইট খুলুন
২. যেসব ফাইলগুলো অফলাইনে পাওয়া যাবে সেগুলোর পাশে ধূসর রঙ্গে চেকমার্ক থাকবে। ডকুমেন্ট খুলতে ট্যাপ বা ক্লিক করুন।
যেসব ফাইল অফলাইনে খোলা যাবে না সেগুলো পেতে আগে থেকেই ডাউনলোড করতে হবে। এ জন্য ডকুমেন্টের তিনটি ডটের ওপর ক্লিক বা ট্যাপ করে ডাউনলোড করতে হবে।
ফাইল ডাউনলোড হয়ে গেলে সেগুলো খোলা ও এডিট করা যাবে। ফাইলের যেকোনো পরিবর্তন স্থানীয়ভাবে গ্রাহকের ডিভাইসে সেভ হবে। আর ইন্টারনেটের সংযোগ হলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সেভ হবে।
বিষয়: