অ্যান্ড্রয়েডের অন্যতম একটি সুবিধা হলো থার্ড পার্টি সাইট থেকে অ্যাপ নামানো। প্রযুক্তির ভাষায় একে সাইডলোডিং বলা হয়। নিরাপত্তার কারণে অ্যাপল এতদিন আইফোনে এ সুবিধা না দিলেও এবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
সাইডলোডিংয়ের কারণে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্যবহারকারীরা ক্ষতির শিকার হয়েছেন এমন অনেক উদাহরণ আছে। সেদিক থেকে আইওএস ব্যবহারকারীদের সুরক্ষায় অ্যাপল বরাবরই সচেষ্ট। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাইডলোডিং বা থার্ড পার্টি সাইট থেকে ব্যবহারকারীদের অ্যাপ ইনস্টলের সুবিধা প্রদানে উদ্যোগ নেয়।
এপিকের অর্থ হলো অ্যান্ড্রয়েট প্যাকেজ কিট। এটি অ্যান্ড্রয়েট প্লাটফর্মের জন্য একটি ফাইলের ধরন। ফলে প্রযুক্তিগতভাবে আইফোনে এপিকে ইনস্টল করা সম্ভব নয়। আইফোন অপারেটিং সিস্টেমে এপিকে এর সমতুল্য হলো আইপিএ। আইপিএ হলো আইওএস অ্যাপ্লিকেশন বিতরণে ব্যবহৃত একটি ফাইল বিন্যাস।
২০২২ সালের ১ নভেম্বরে প্রণীত ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুসারে আইফোনে এপিকে (অ্যান্ড্রয়েড প্যাকেজ) বা অ্যাপ ইনস্টলের বিষয়টি জানায়। এরই মধ্যে এটি কার্যকর করা হয়েছে। ফলে অ্যাপল এখন এটি বাস্তবায়ন করতে বাধ্য। তবে নির্দেশনা বাস্তবায়নে সিস্টেমগুলো এখনো প্রস্তুত নয় উল্লেখ করে অতিরিক্ত সময় চেয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। ফিচারটি ২০২৪ সালের আইওএস ১৭.২ ভার্সন আপডেটের মধ্যে চালু করতে হবে, এমন শর্তে অনুরোধটি অনুমোদন করে ইইউ।
অ্যাপলের কাছে ইইউর নিয়ম না মেনে চলার বিকল্প রয়েছে। এক্ষেত্রে নিজেদের বিশ্বব্যাপী আয়ের ২০ শতাংশ জরিমানা গুনতে হবে।