তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের সমাজ আরও স্মার্ট হচ্ছে। আমাদের সামনের প্রজন্ম আরও স্মার্ট ও আধুনিক হবে। সরকার স্মার্ট প্রশাসন তৈরির জন্য কাজ করছে।
শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তি উদযাপনে রোববার (১৯ নভেম্বর) রাতে ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে এ উপলক্ষে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এভিয়েশন ও পর্যটন ব্যবসাকে আর প্রযুক্তি সমৃদ্ধ করতে হবে উল্লেখ করে পলক বলেন, ভ্রমণের সাথে প্রযুক্তির সমন্বয়ে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেয়ারট্রিপ। এখন তারা তাদের পরিধি বৃদ্ধি করতে কাজ করছে; সমস্ত দিক থেকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিস্তৃত পরিসরে লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে তারা। শেয়ারট্রিপের এ ধরনের উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণের কাছাকাছি নিয়ে যাবে।
এসময় তিনি শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তিতে এসটি পে উদ্বোধন করায় অভিনন্দন জানান। প্রতিষ্ঠানটি আগামীর পথচলাতেও সফল হবে বলে মনে করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সামি আহমেদ।
অনুষ্ঠানে এয়ারলাইনস, হোটেল, পেমেন্ট পার্টনার, করপোরেট পার্টনার থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন লুৎফর রহমান, নভোএয়ারের এমডি মফিজুর রহমান, এয়ার অ্যাস্ট্রা এর সিও ইমরান আসিফ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার সালাউদ্দিন, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহেদুল আলম প্রমুখ।
এসময় বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনাকারী দেশীয় ও বিদেশি এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্টদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শেষে প্রতিমন্ত্রী এসটি পে নামে শেয়ারট্রিপের একটি অ্যাপস উদ্বোধন করেন।