শক্তিশালী ব্যাটারির নতুন ট্যাব আনল অপো। মডেল অপো প্যাড এয়ার ২। মাল্টি-টাস্কিং করার জন্য ডিভাইসে রয়েছে একগুচ্ছ ফিচার্স। যা সামলাবে লেটেস্ট প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরে।
ট্যাবটিতে রয়েছে ১১.৪ ইঞ্চির ফোরকে ডিসপ্লে। যার রেজুলেশন ১৭২৯*২৪০৮ পিক্সেল। যার রিফ্রেস রেট ৯০ হার্জ। ৪০০ নিটস অবধি ব্রাইটনেস দিতে পারে এই ট্যাবের ডিসপ্লে।
এই ট্যাবে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের সুপারভোক চার্জার দিয়েছে অপো।
প্যাডে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৩ এবং কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ-সি কেবিল, ব্লুটুথ ৫.২ এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। দুইটি রঙে এই ট্যাব কিনতে পারবেন সিলভার এবং গ্রে।
৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে কেনা যাবে ট্যাবটি। যার স্টোরেজ যথাক্রমে ১২৮ ও ২৫৬ জিবি। ডিভাইসটির দাম ২৫ হাজার টাকার মধ্যে।