মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলে কে না চাকরি করতে চায়! তবে এত বড় প্রতিষ্ঠানে চাকরি পাওয়া বেশ কঠিন। সে জন্য আলাদা কিছু যোগ্যতা থাকা লাগে। এমনকি কাজেও রাখতে হয় অভিনবত্ব।
এবার মার্কিন এই প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতার কথা জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) টিম কুক। সম্প্রতি এ নিয়ে একটি পডকাস্ট করেছেন শিল্পী দুয়া লিপা। তাতে টিম কুক এসব তথ্য জানান।
অ্যাপলের বর্তমান কর্মীদের মধ্যে যেসব যোগ্যতা রয়েছে,পডকাস্টে তাও বলেন টিম কুক। তিনি একটি অংকের হিসাব দেন। যাতে বলা হয়, ১ ও ১ যোগ করলে সাধারণত ২ হয়। কিন্তু অ্যাপলে চাকরি পেতে হলে, ১ ও ১ যোগ করলে ৩ হতে হবে। তাহলেই মিলবে চাকরি।
টিম কুকের ‘১+১=৩’ থিওরির মানে, দুইজন কর্মীকে তিনজনের কাজ করার যোগ্যতা রাখতে হবে। কর্মীদের ভেতরে এই ধরনের মানসিকতা থাকলেই কাজের সর্বোচ্চ আউটপুট আসবে বলে মনে করেন তিনি।
হ্যাকিং থেকে আইফোন সুরক্ষিত রাখবেন যেভাবেহ্যাকিং থেকে আইফোন সুরক্ষিত রাখবেন যেভাবে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অ্যাপলে চাকরি করার যোগ্যতার ব্যাপারে আরও বিস্তারিত জানান অ্যাপলের সিইও টিম কুক। তিনি বলেন, অ্যাপলে চাকরি করতে হলে সব বিষয়ে সমন্বয় রাখতে হবে। আর এটি অনেক গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা।
চাকরিপ্রত্যাশীদের মাঝে অ্যাপল প্রধানত দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে বলে জানান কুক। আর সে প্রশ্ন দুটো হলো, তারা কি সব সমন্বয় করতে পারবে? ‘১+১=৩’, এটা কি তারা গভীরভাবে বিশ্বাস করে?
অ্যাপলে চাকরি পেতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা বাধ্যতামূলক নয় বলেও জানান প্রতিষ্ঠানটির সিইও। তিনি বলেন, অ্যাপল কাজের বৈচিত্র্য পছন্দ করে। তা আনতে হলে বিশেষজ্ঞ না হলেও চলবে।
টিম কুক বলেন, অ্যাপলের চাকরি পেতে হলে আরও একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকতে হবে। আর তা হলো, জিজ্ঞাসু মন। ভয় ও লজ্জা না রেখে কোনো কিছু জানতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি অ্যাপল চায়।