ভারতের লাইফস্টাইল, টেক ও স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজ সম্প্রতি ব্লুটুথ কলিং ফিচারসহ নতুন স্মার্টওয়াচ বাজারে আনছে। স্পোর্টিং ডিজাইনে এভেন্ডার নামের স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৪৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার উজ্জ্বলতা ৬০০ নিটস পিক। বৃত্তাকার ডিজাইনের স্মার্টওয়াচটিতে একটি ফাংশনাল ক্রাউন বাটন আছে। এছাড়াও স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই অনায়াসে ব্যবহার করা যাবে।
স্মার্টওয়াচটি আইপি৬৮ সার্টিফিকেটপ্রাপ্ত, ফলে এতে সহজে পানি, ধুলাবালি প্রবেশ করবে না এবং বিভিন্ন পরিবেশে সুরক্ষিত থাকবে। এছাড়া ফিটনেস ও স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মুড। নয়েজফিট অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন। পাশাপাশি থাকবে আবহাওয়াসংক্রান্ত তথ্য, রিমাইন্ডার, অ্যালার্ম, ক্যামেরা নিয়ন্ত্রণ, মিউজিক নিয়ন্ত্রণ ও ক্যালকুলেটর।
নয়েজ হেলথ সুটের মাধ্যমে ব্যবহারকারী তার হার্টবিট, ঘুম, স্ট্রেস এবং রক্তে অক্সিজেনের মাত্রা মনিটর করতে পারবে। স্মার্টওয়াচটিতে রয়েছে ১০০টি পরিবর্তনযোগ্য ওয়াচ ফেস। পছন্দ অনুযায়ী ফেস পরিবর্তন করা যাবে। রÅাপিড হেলথ মনিটর ফিচারটির মাধ্যমে দ্রুত সময়ে স্বাস্থ্যগত বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে।
ভারতের বাজারে নয়েজফিট এন্ডেভার স্মার্টওয়াচটির দাম পড়বে ২ হাজার ৯৯৯ রুপি।
ক্যামো ব্ল্যাক, জেট ব্ল্যাক, ভিন্টেজ ব্রাউন, টিল ব্লু এবং ফায়ারি অরেঞ্জ রঙে ডিভাইসটি কেনা যাবে। ৫ ডিসেম্বর থেকে নয়েজের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যামাজনে স্মার্টওয়াচটি পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।