চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে। বছরওয়ারি হিসেবে তা ৯ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গ্লোবাল স্মার্টওয়াচ মডেল ট্র্যাকার সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৩ সালের শুরুতে ওয়্যারেবল ডিভাইসের বাজারে স্মার্টওয়াচের বিক্রি নিম্নমুখী ছিল। তবে দ্বিতীয় প্রান্তিক থেকে বাজার ভালো অবস্থানে ফিরে আসতে শুরু করে এবং তৃতীয় প্রান্তিকেও সে ধারা অব্যাহত রেখেছে। বিক্রি বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভারতের বাজার। সেখানে শীর্ষে ছিল ফায়ারবোল্ট। এছাড়া চীনের বাজারে ঘুরে দাঁড়িয়েছে হুয়াওয়ে।
গবেষক ও বাজার বিশ্লেষক উজিন সন বলেন, ‘তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচের বিক্রি বৃদ্ধির কারণগুলো পর্যালোচনা করতে হবে। বৈশ্বিক অর্থনীতিতে চলমান অস্থিতিশীলতার মধ্যে স্মার্টফোনসহ ভোক্তা পণ্য নির্মাতারাও জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। এর বিপরীতে স্মার্টওয়াচের বাজার টানা দুই প্রান্তিক ধরে বছরওয়ারি প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এর মধ্যে প্রিমিয়াম ও সাশ্রয়ী মূল্যের সেগমেন্টও রয়েছে।
হাই-লেভেল অপারেটিং সিস্টেম (এইচএলওএস) স্মার্টওয়াচগুলোর ফিচার বা বৈশিষ্ট্য উন্নত থাকে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে হুয়াওয়ের মাধ্যমে এ সেগমেন্ট ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় কোম্পানিটি সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে। চীনের অভ্যন্তরীণ বাজারেই বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সঙ্গে হুয়াওয়ের ফাইভজি স্মার্টফোন ভালো সহায়ক ছিল।
উজিন সন বলেন, ‘অন্যদিকে এ সময় ভারতের বাজারও ব্যাসিক স্মার্টওয়াচ ক্যাটাগরিতে ভালো প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছে। বৈশ্বিকভাবে বিক্রি হওয়া মোট স্মার্টওয়াচের ৩৫ শতাংশই ছিল ভারতে। এর মাধ্যমে টানা তিন প্রান্তিক শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছে দেশটি।
বাজার পর্যালোচনা করলে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল অ্যাপল। বছরওয়ারি হিসেবে কোম্পানির বিক্রি ৭ শতাংশ বেড়েছে। তবে আগের বছরের তুলনায় ২০২৩ সালে অ্যাপল নতুন স্মার্টওয়াচ উন্মোচনে একটু বেশি সময় নিয়েছে। তবে দ্বিতীয় প্রজন্মের এসই মডেলের বিক্রি বাড়ায় তা শীর্ষস্থান ধরে রাখতে অ্যাপলকে সহায়তা করেছে।
অ্যাপলের পর বছরওয়ারি হিসেবে তৃতীয় প্রান্তিকে মোট বিক্রিতে ৫৬ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে হুয়াওয়ে। এর মধ্যে এইচএলওএস স্মার্টওয়াচগুলোর বিক্রি ১২২ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ওয়াচ ৪ ও ৪ প্রো সিরিজ উন্মোচন করেছে হুয়াওয়ে। এর পরের প্রান্তিকে ওয়াচ জিটি ৪ আনে চীনের প্রযুক্তি কোম্পানি এবং এটি ভালো জনপ্রিয়তা পেয়েছে। স্মার্টফোনসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ভালো হওয়ায় হুয়াওয়ের বিক্রি বেড়েছে।
অ্যাপল-হুয়াওয়ে স্মার্টওয়াচ প্রবৃদ্ধি অর্জন করলেও বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের বছরওয়ারি বিক্রি কমেছে ১৯ শতাংশ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, লিগেসি মডেলগুলোর সরবরাহ কমে যাওয়ায় স্যামসাংয়ের বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে গত বছর বাজারে আসা ৫ প্রোর তুলনায় গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিকের চাহিদা ও বিক্রি বেড়েছে। এর ফলে কোম্পানির পণ্যের গড় বিক্রি মূল্যও বেড়েছে।
ভারতের বাজারে পুনরায় শীর্ষস্থান ফিরে পেয়েছে ফায়ারবোল্ট। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড অর্জন করেছে। তবে দেশটির তিন ব্র্যান্ড ফায়ারবোল্ট, নয়েজ ও বোট ধারাবাহিকভাবে কম প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকদের মধ্যে এটি বিক্রি পুনরায় কমে যাওয়ার কোনো লক্ষণ নয়। বরং আশা করা হচ্ছে এর মাধ্যমে স্মার্টওয়াচের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে।