ডিজিটাল মার্কেট অ্যাক্টের মাধ্যমে গত বছর ডেভেলপারদের জন্য নতুন সুযোগ তৈরি করে ইউরোপীয় ইউনিয়ন। তখন অ্যাপল ও গুগলের আইওএস অ্যাপগুলোকে যথাক্রমে অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরের বাইরে প্রকাশের অনুমোদন দেয়া হয়। সেটা অনুসরণ করেই সম্প্রতি এমন একটা খসড়া নীতিমালা প্রস্তুত করেছে জাপানও। আগামী বছর নীতিমালাটিকে সংসদে পাঠানো হবে অনুমোদনের জন্য।
নিক্কেই এশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাপান সরকারের এ নীতিমালা কার্যকর হলে অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড ও বিকল্প অর্থ লেনদেনের সুযোগ তৈরি করবে। সিদ্ধান্তটি নেয়া হচ্ছে মূলত জাপানি বাজারে অ্যাপল ও গুগলের একচেটিয়া প্রভাবের অপব্যবহার রোধ করতে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে জাপানি পার্লামেন্টে পাঠানো হবে অনুমোদনের জন্য। অপারেটর প্রতিষ্ঠানগুলো সাধারণত গ্রাহকের নিজেদের প্লাটফর্মে আটকে রাখে। নতুন নীতিমালা কার্যকর হলে সে প্রবণতা সীমিত হবে। সীমিত হবে প্রতিদ্বন্দ্বীদের দাবিয়ে রাখার প্রবণতা।
কোনো প্রতিষ্ঠান গৃহীত নীতিমালা লঙ্ঘন করলে জাপান ফেয়ার ট্রেড কমিশনকে (জেএফটিসি) ওই কোম্পানির ওপর জরিমানা আরোপ করতে পারবে। আর সে জরিমানার আকার হবে বেআইনিভাবে করা আয়ের ৬ শতাংশ পর্যন্ত। এর মধ্য দিয়ে ডেভেলপাররা নিজেদের মতো লেনদেন মাধ্যম নির্বাচন করতে পারবে। তার জন্য অ্যাপল ও গুগলকে আলাদা করে কমিশন দিতে হবে না।
অ্যাপল এরই মধ্যে ইউরোপের ব্যবহারকারীদের জন্য আইফোনগুলোয় অ্যাপ সাইডলোড করার অনুমতি দেয়া নিয়ে কাজ করছে বলে জানা গেছে।