হ্যাট্রিক মন্ত্রী হিসেবে একই মন্ত্রণালয়ে থাকছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দ্বাদশ জাতীয় সংসদের দু’জনই আগের দায়িত্বে বলবৎ থাকছেন বলে জানাগেছে। তবে এখন পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জন্য কারো নাম প্রকাশ পায়নি। সেই হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাথমিক ভাবে প্রধানমন্ত্রীর ওপরই থাকছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে অন্যান্য ২৪ মন্ত্রীর সঙ্গে ইয়াফেস ওসামন এবং ১০ প্রতিমন্ত্রীর সঙ্গে পলক মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। মন্ত্রীত্বের পাশাপাশি গোপনীয়তার শপথ করেন দুজনেই। শপথগ্রহণ শেষে নিজ নিজ শপথবাক্যে সই করেন তারা।
এর আগে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন শেখ হাসিনা। তাকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
৩৬ সদস্যের মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন। যেখানে আগের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে এবার মন্ত্রী হচ্ছেন তিনজন। তারা হলেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।