কিশোরদের সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা ক্রমাগত চাপ প্রয়োগ করছে। এর পরিপ্রেক্ষিতে এবার কিশোরদের কাছ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামের আরো কনটেন্ট আড়ালের উদ্যোগ নিয়েছে মেটা। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
নতুন উদ্যোগের অংশ হিসেবে কিশোরদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণমূলক কনটেন্ট কন্ট্রোল সেটিংসের আওতায় নিয়ে আসা হবে।
এক ব্লগপোস্টে মেটা জানায়, অ্যাপ ছাড়াও ইনস্টাগ্রামে অতিরিক্ত সার্চ-সংক্রান্ত টার্মও কমিয়ে আনা হবে। এর মাধ্যমে কিশোর ব্যবহারকারীরা চাইলেও আত্মহত্যা, নিজের ক্ষতি করা থেকে শুরু করে খাদ্যাভ্যাসে সমস্যা তৈরি করে এমন কনটেন্ট থেকে দূরে রাখা হবে। ইনস্টাগ্রামের সার্চ অ্যান্ড এক্সপ্লোর ফিচার ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ন্ত্রণ করা হবে বলে মেটা সূত্রে জানা গেছে।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, সামনের সপ্তাহগুলোর মধ্যে নতুন এ উদ্যোগ কার্যকর হবে। এর মাধ্যমে প্লাটফর্মগুলোয় বয়সভিত্তিক ব্যবহারিক অভিজ্ঞতার আরো উন্নতি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রসহ ইউরোপেও চাপের মুখে রয়েছে মেটা। দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ প্লাটফর্মগুলো কিশোরদের ব্যস্ত রাখছে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
যুক্তরাষ্ট্রের ৩৩টি প্রদেশের অ্যাটর্নি জেনারেল গত অক্টোবরে মেটার বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ প্লাটফর্মের ক্ষতির বিষয়ে কোম্পানিটি ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। অন্যদিকে ইউরোপের শিশু-কিশোরদের অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষিত রাখতে মেটা কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে ইউরোপিয়ান কমিশন।