বর্তমান সময়ের স্মার্টফোনের সঙ্গে ফিজিক্যাল বা বাইরে থেকে ব্যবহারযোগ্য কোনো কি-বোর্ড থাকে না। সফটওয়্যার হিসেবে ডিভাইসের ভেতরে কি-বোর্ড ব্যবহার করা যায়। তবে আইফোনে ফিজিক্যাল কি-বোর্ড ফিরিয়ে আনতে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিকস।
আনুষ্ঠানিকভাবে আইফোন ফিজিক্যাল কি-বোর্ড ব্যবহার বন্ধ করে দিয়েছে। তবে এটি ফিরিয়ে আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েডচালিত কিওয়ান ও কিটু স্মার্টফোনের কথা। তবে এর বাইরে অন্য ডিভাইসে ফিজিক্যাল কি-বোর্ড যুক্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে। ব্ল্যাকবেরির ডিভাইসগুলোয় ডিসপ্লের আকার নিয়ে সমস্যা হয়েছে। এছাড়া হার্ডওয়্যার কাজ না করা, ডিভাইসের আকার ও ওজন বেড়ে যাওয়ার মতো বিষয়ও রয়েছে।
আইফোনেও একই সমস্যা হতে পারে। তাই সমাধান হিসেবে ফোন কেসে কি-বোর্ড যুক্ত করার উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলেও রায়ান সিক্রেস্টের টাইপো বেশি পরিচিত। এদিক থেকে ক্লিকস এগিয়ে গেছে। কেসিংয়ে কি-বোর্ড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতাও কনজিউমার ইলেকট্রনিকস শো ২০২৪-এ তুলে ধরেছে।
ক্লিকসের নতুন এ কেস সিলিকন দিয়ে নির্মিত। যে কারণে সহজেই আইফোন এর মধ্যে বসানো যাবে এবং বের করা যাবে। কেসটির ওপরের অংশ নমনীয় হওয়ায় সহজেই ডিভাইস সেট করা যায়। চার্জিং পোর্ট ব্যবহারের ক্ষেত্রে প্রথমে সমস্যা মনে হলেও প্রযুক্তিবিদদের দাবি কয়েকবারের ব্যবহারে এটিও সহজ হয়ে যাবে। সিইএসে দেখানো কেসিং ক্লিকসের ডেমো ভার্সন।
কোম্পানিটি জানায়, বাজারজাতের আগে এর গঠন আরো মজবুত ও ব্যবহার উপযোগী করে তোলা হবে। ফেব্রুয়ারিতে আইফোন ১৪ প্রো এবং মার্চে ১৫ প্রো ও প্রো ম্যাক্স ভার্সনের জন্য কেসিংটির বাজারজাত শুরু করবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। ১৩৯ ডলার থেকে এর দাম শুরু হবে।