সংযুক্ত আরব আমিরাতে তৈরি হল বিশ্বের বৃহত্তম Concentrated Solar Power Station (CSP) বা সোলার বিদ্যুৎকেন্দ্র। ৩ হাজার ৭৫০ হেক্টর বা প্রায় ৪ হাজার ৫শ ফুটবল মাঠের সমান এলাকাজুড়ে বিস্তৃত এই বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান Shanghai Electric. ৯৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি দুবাই শহর থেকে ৫০ কি.মি. দক্ষিণে অবস্থিত। এটি অনেকটা দুবাইয়ের এমিরেটস টাওয়ারের মত লম্বা।
এটির উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ বিদ্যুৎ কেন্দ্রে 100 মেগাওয়াটের একটি বড় টাওয়ার রয়েছে। পাশাপাশি ৬৫০ ওয়াটের স্পেশাল সোলার প্যানেল রয়েছে। সিএসপি টাওয়ারটি 260 মিটারের বেশি লম্বা। এটি মরুভূমির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
এর চারপাশে রয়েছ লক্ষ লক্ষ রিফ্লেক্টর। এই রিফ্লেক্টর এর কাজ হচ্ছে সোলার প্যানেলের মধ্যে সূর্যরশ্নি নিয়ে পাঠিয়ে দেওয়া। এর ফলে টাওয়ারের তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে গিয়ে পৌঁছায়।
প্রতিষ্ঠানটির ঠিকাদারি প্রতিষ্ঠান সাংহাই ইলেকট্রিক জানিয়েছেন যে, প্রকল্পটির কাজ চূড়ান্ত ও শেষ পর্যায়ে রয়েছে। এটি সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন করতে পারলে ৩ লাখের বেশি পরিবার উপকৃত হবে। পাশাপাশি প্রতিবছর 1.6 মিলিয়ন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে এ প্রজেক্টের মাধ্যমে।
সংযুক্ত আরব আমিরাতেরা জাতীয় গ্রিডে অলরেডি সংযুক্ত করা হয়েছে সোলার প্যানেলের সর্বশেষ ইউনিট। এ প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো বিদ্যুৎ উৎপাদনের স্থিতিশীলতা। এটি জাতীয় গ্রীডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট সক্ষম।