সর্বাধুনিক স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বাজারে এসেছে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা। এই ফোন কেনার জন্য এখন প্রি-বুক করা যাচ্ছে।
ডিজাইন
স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলে একটি ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে। যা ফোনের ওজন ২ গ্রাম কমিয়েছে। এই মডেলটিতে পুরুত্বও ০.৩ মিলিমিটার কমিয়ে ৮.৬ মিলিমিটার করা হয়েছে।
নতুন ডিভাইসটি গ্যালাক্সি এস২৩ মডেলের আপগ্রেড নয়। বরং একেবারেই নতুন ফোন। নতুন মডেলে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করেছে।
কালার
কালো, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার রঙে এস২৩ আল্ট্রা বাজারে এনেছিল স্যামসাং। এবার কোম্পানি টাইটানিয়াম ব্ল্যাক, গ্রে, ইয়েলো এবং ভায়োলেট রঙে নতুন ফোন লঞ্চ করেছে।
ডিসপ্লে
নতুন ফোনে, স্যামসাং ২৬০০ নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস দিয়েছে, যা আগের মডেলের তুলনায় একটি বড় আপগ্রেড। এস২৩ আল্ট্রায় ১৭৫০ নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছিল।
পারফরম্যান্স
পুরনো মডেলে স্যামসাং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ দিয়েছিল, যেখানে নতুন মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দিয়েছে। এটি কোয়ালকমের সর্বশেষ চিপসেট। যা এআই সমর্থন করে।
ক্যামেরা
কোম্পানি ক্যামেরার ক্ষেত্রেও বড় কোনও পরিবর্তন করেনি। নতুন এই ফোনে আপনি ২০০ এমপি + ৫০ এমপি+ ১২ এমপি ও ১০ এমপির- চারটি ক্যামেরা পেয়ে যাবেন। তবে আসল পরিবর্তনটি দ্বিতীয় টেলিফটো লেন্সে করা হয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের।