টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্কের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই ‘ব্রেন টু কম্পিউটার ইন্টারফেস (বিসিআইএস)’ প্রযুক্তি নিয়ে কাজ করছে। উদ্ভাবনী এই প্রযুক্তি নিয়ে নতুন তথ্য দিলেন মাস্ক।
তিনি জানালেন, সম্প্রতি যে ব্যক্তির মাথায় নিউরালিঙ্ক চিপ বসানো হয়েছিল, তিনি পুরোপুরি কাটিয়ে উঠেছেন অস্ত্রোপচারের ধকল। কিছুদিন আগেই এক পরীক্ষায় মাস্ক নিজের চিন্তার মাধ্যমে কম্পিউটারের মাউস পয়েন্টার সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণও করেছেন।
এই প্রযুক্তির সাহায্য নিয়েই ইলন মাস্কের প্রতিষ্ঠানের তৈরি কয়েনের সাইজের নিউরালিঙ্ক ব্রেন-ইমপ্ল্যান্ট চিপ আগে শুয়োরের দেহে প্রয়োগ করে আশাপ্রদ ফল মেলার পর সম্প্রতি মানব মস্তিষ্কে তা সফল ভাবে বসানোরও দাবি করেছেন মাস্ক।
যে সত্যি-মিথ্যা, সাফল্য-ব্যর্থতার সালতামামি সময়ের কাঠগড়ায় যাচাই হবে। কিন্তু এর মধ্যেই ফের বোমা ফাটালেন মাস্ক। তার দাবি, যে ব্যক্তির মাথায় নিউরালিঙ্ক চিপ বসানো হয়েছিল, তিনি অস্ত্রোপচারের ধকল পুরোপুরি কাটিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক পরীক্ষায় তিনি নিজের চিন্তার মাধ্যমে কম্পিউটারের মাউস পয়েন্টার সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণও করেছেন।
যে সাফল্য এর আগে কখনও কোনও মানব মস্তিষ্ক করতে পারেনি। ‘ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআইএস)’ নামক এই অত্যাধুনিক প্রযুক্তি আগামী দিনে আরও একাধিক আপাত অসম্ভবকে সম্ভব করবেন বলে আশাবাদী বিজ্ঞানী ও চিকিৎসকেরা।
গবেষকদের দাবি বছরখানেকের মধ্যে বিসিআইএস অন্ধকে ফিরিয়ে দিতে পারে আংশিক দৃষ্টিশক্তি। বাড়াতে পারে জীবনকালে বন্ধ থাকা নিউরাল অ্যাক্টিভিটি।