দুই বছর আগে গুগল পের পরিবর্তে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের জন্য গুগল ওয়ালেট চালু করা হয়। তবে এর পরও অ্যাপটি বিশ্বের বিভিন্ন দেশে চালু ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে অ্যাপটি বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সার্চ ইঞ্জিন জায়ান্ট।
পেমেন্ট কার্যক্রমকে সহজ করার অংশ হিসেবে ৪ জুন থেকে গুগল পে সরিয়ে নেয়া হবে।
ব্লগপোস্টের তথ্যানুযায়ী, এর পর থেকে অ্যাপটি শুধু সিঙ্গাপুর ও ভারতে ব্যবহার করা যাবে। বিশ্বের ১৮০টির বেশি দেশে বর্তমানে গুগল ওয়ালেট চালু রয়েছে।