টুইটার তথা এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য সুখবর! এখন থেকে এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে অডিও-ভিডিও কল করতে পারবেন। সম্প্রতি ইলন মাস্ক এই ঘোষণা দিয়েছেন। এই পরিষেবাটি ২০২৩ সালে আইফোন প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য লঞ্চ করেছিল এক্স। এখন সবার জন্য ফিচারটি ব্যবহার করার অনুমতি দিলেন মাস্ক।
এখন থেকে অ্যানড্রয়েড ও আইফোনে অডিও-ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন। কোনও রকম সাবস্ক্রিপশন ছাড়াই। অর্থাৎ আপনাকে পকেট থেকে আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না।
এক্স প্ল্যাটফর্মে অডিও-ভিডিও কলিং ফ্রি
জানুয়ারিতে ইলন মাস্ক নিশ্চিত করেন, অডিও কলিং করার সুবিধা সমস্ত ব্যবহারকারীদের দেওয়া হবে। কোনও সাবস্ক্রিপশন ছাড়াই। এবার অডিও এবং ভিডিও দুই সুবিধাই যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সকল এক্স ব্যবহারকারীরা এটি পেতে শুরু করবেন। সম্প্রতি টুইট করে সেই তথ্য নিশ্চিত করেছেন ইলন মাস্ক।
এক্স প্ল্যাটফর্মে কীভাবে ফ্রিতে অডিও-ভিডিও কল করবেন?
এজন্য এক্স অ্যাপে গিয়ে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। সেখানে ‘Privacy and Safety’ অপশনে ট্যাপ করে অডিও-ভিডিও কলিং ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন। তারপর এক্স-এ চ্যাট অপশনে গেলে একটি কলিং ফিচার দেখা যাবে তাতে ক্লিক করলেই অডিও-ভিডিও কলিং পরিষেবা চলে আসবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন যাদের ছিল তারা ডিফল্ট অপশন হিসাবে এই সুবিধা পেতেন। কিন্তু, এখন এটি সকল এক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যদি চান নিজের পরিচয় বা IP Address গোপন করবেন সেই সুযোগও থাকবে। এর জন্য সেটিংসে গিয়ে Enhance Call Privacy অন করতে হবে।