চীনে স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিতে পারে সনি। দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, সনি তাদের পরবর্তী এক্সপেরিয়া স্মার্টফোন চীনের বাজারে নাও আনতে পারে। দেশটির বাজার থেকে মোবাইল বিভাগ কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নিতে পারে জাপানের প্রযুক্তি কোম্পানিটি।
সনির এ উদ্যোগের কারণ এখনো অস্পষ্ট রয়েছে। তবে প্রযুক্তিবিশারদরা ধারণা করেছেন, চীনে বাজারের অংশীদারত্ব ব্যর্থতার কারণে সনি তাদের স্মার্টফোন ব্যবসা সরিয়ে নিচ্ছে। ১০ বছর আগে এরিকসনের শেয়ার অধিগ্রহণের মাধ্যমে চীনা স্মার্টফোন বাজারে প্রবেশ করে সনি। প্রথম দিকে সফলতা দেখলেও বর্তমান বাজার প্রতিযোগীদের সঙ্গে তাল মেলাতে পারছে না এ কোম্পানি। আর এ কারণে এশিয়ার দেশটিতে স্মার্টফোন বাজারজাতে সনির অবস্থান খুবই কম।
চীনের বাজার ছেড়ে যাওয়া মানে সনির মোবাইল ব্যবসা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তা নয়। তবে চীনের বাজার ছেড়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোম্পানিটি।